নান্যাচর প্রতিনিধি,সিএইচটি নিউজ
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির নান্যাচর উপজেলার ২নং নান্যাচর ইউনিয়নের ১৮ মাইল ও ১৭ মাইল এলাকায় রাঙামাটি – খাগড়াছড়ি সড়কে সেনা মদদপুষ্ট নব্যমুখোশ ও সংস্কারবাদী সন্ত্রাসীরা সেনাবাহিনীর নিরাপত্তায় দিনভর সশস্ত্র মহড়া চালিয়ে জনমনে ভয়-ভীতি সৃষ্টি ও প্রকাশ্যে চাঁদাবাজি করার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) ভোর সাড়ে ৫টার সময় সেনাবাহিনীর একটি দলসহ নব্যমুখোশ ও সংস্কারবাদী সশস্ত্র সন্ত্রাসীরা ১৮ মাইলের সোনারাম কার্বারি পাড়ায় হানা দেয় এবং সেখানে ২/৩ ঘন্টা অবস্থান করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এতে নব্যমুখোশদের সশস্ত্র দলটির নেতৃত্বে ছিল চালু চাকমা ও সংস্কারবাদীদের সশস্ত্র দলটির নেতৃত্বে ছিল লিটন চাকমা।
সন্ত্রাসীরা সকালে ৮নং ওয়ার্ডের মেম্বার রূপক চাকমাকে ১৪ জনের ভাতের অর্ডার দেয়। তারা ওই ভাতগুলো এনে ১৮ মাইলের দোকানে বসে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় খাওয়া-দাওয়া করে।
ভাত খাওয়ার পর সন্ত্রাসীরা রাঙামাটি – খাগড়াছড়ি সড়ক দিয়ে ১৭ মাইল দোকানে যায়। সেখানে গিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে একটি গ্রুপ ১৭ মাইল প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে, আর অন্য গ্রুপটি সড়কে অবস্থানে নিয়ে প্রকাশ্যে দিনভর চাঁদা আদায় করে। এ সময় সেনাবাহিনীর দলটি সন্ত্রাসীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়।
পরে সন্ধ্যা ৬টার সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর ১টি গাড়ি প্রহরায় ৩টি সিএনজি যোগে নান্যাচর সদরের তাদের আস্তানা গুল্যাছড়িতে চলে যায় বলে স্থানীয়রা জানান।
উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার রাতে উক্ত সন্ত্রাসীরা রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের কুদুকছড়ি উপর পাড়ায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন