নান্যাচরে ইউপিডিএফ’র কম্বল বিতরণ
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

রাঙামাটির নান্যাচর উপজেলার তিন ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ইউপিডিএফ’র নান্যাচর ইউনিট।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩) কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক পিপুল চাকমা, যুব নেতা প্রিয়তন চাকমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সহসভাপতি নেপচুন ও ইউপিডিএফ সংগঠক দূজর্য় চাকমা।
বক্তারা বলেন, সমাজের প্রত্যেকের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের মাঝে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যকের স্ব স্ব অবস্থান থেকে জনসেবামূলক কাজ করা প্রয়োজন।

তারা বলেন, ইউপিডিএফ রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কম্বল বিতরণ কর্মসূচিও তার একটি অংশ। ইউপিডিএফ জনগণের পার্টি হিসেবে সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন