নান্যাচর : রাঙামাটির নান্যাচর উপজেলা সদরের টিএন্ডটি বাজার থেকে আজ শনিবার (৪ আগস্ট) দুপুরে আবারো তিন গ্রামবাসীকে অস্ত্রের মুখে অপহরণ করেছে সেনা সৃষ্ট নব্য মুখোশ ও সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, রিপন চাকমা(২৬) পিতা-নতুন চন্দ্র চাকমা, গ্রাম পাতাছড়ি, ত্রিদীপ চাকমা(২৮), পিতা- মৃত নৃপেন্দ্র চাকমা, গ্রাম- বড়পুল পাড়া ও দীপংকর চাকমা(২৪), পিতা- মধুসুদন চাকমা, গ্রাম- বড়পুল পাড়া।
জানা যায়, মুখোশ সন্ত্রাসী দাজ্জে(প্রত্যয়) ও রণয়-এর নেতৃত্বে সংস্কার-মুখোশদের একটি সশস্ত্র দল দুপুর ১২টার সময় টিএন্ডটি বাজারে হানা দিয়ে উক্ত তিন গ্রামবাসীকে অপহরণ করে ফিরিঙ্গি পাড়ার দিকে নিয়ে যায়। মাত্র ৫০ গজ দূরত্বে সেনাবাহিনীর চেকপোষ্ট থাকলেও সন্ত্রাসীদের বিরদ্ধে সেনারা কোন কিছুই করেনি।
এলাকার মুরুব্বী ও পরিবারের লোকজন এ প্রতিবেদককে জানিয়েছেন, অপহরণের পর সন্ত্রাসীরা তাদেরকে মোবাইলে ফোন করে চাঁদা দাবি করেছে এবং অন্যথায় অপহৃত ব্যক্তিদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।
বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে মুখোশ-সংস্কারবাদী সন্ত্রাসী কর্তৃক নান্যাচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাসহ ২০ জন গ্রামবাসী অপহৃত হয়েছিলেন।
——————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।