নান্যাচরে রত্নাঙ্কুর বনবিহার এলাকায় অজগর অবমুক্ত করলো ইউপিডিএফ
নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে বিলুপ্তপ্রায় একটি অজগর সাপ উদ্ধার করে নান্যাচর রত্নাংকুর বন বিহার এলাকায় অবমুক্ত করেছে ইউপিডিএফ।
আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টার সময় রত্নাঙ্কুর বনবিহার সংলগ্ন পুকুরে এ সাপটি অবমুক্ত করা হয়েছে। এসময় বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবিরসহ ইউপিডিএফের প্রতিনিধি বিবেক চাকমা ও গনতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা উপস্থিত ছিলেন।
অজগর সাপটি গত ১১ নভেম্বর হাতিমারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ১০ কেজি।
উল্লেখ্য, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণসহ বন ও পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।