নান্যাচর প্রতিনিধি।। রাঙামাটির নান্যাচর উপজেলার নান্যাচর ইউপি’র ৯নং ওয়ার্ডের জরপ্যা পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক ধনঞ্জয় চাকমা নামে এক ব্যক্তির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার সময় বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি থেকে ৩ জন সেটলার বাঙালি (লুঙ্গি পরা ২ জন, প্যান্ট পরা ১ জন) জরপ্যা পাড়া আর্মি ক্যাম্পে জিনিসপত্র পৌঁছে দিতে যায়। সেখান থেকে ফেরার পথে তারা জরপ্যা পাড়ার বাসিন্দা ধনঞ্জয় চাকমা(৪৫), পিতা মনোরঞ্জন চাকমার বাড়িতে উঠে। এ সময় সবাই কাজে যাওয়ায় বাড়িতে দু’জন ছোট্ট শিশু ছাড়া আর কেউ ছিলেন না। সেটলাররা শিশুদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িটি পুড়ে যায়।
উক্ত ঘটনার পর বিকালের দিকে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ধনঞ্জয় চাকমা ও গ্রামের কয়েকজন মুরুব্বী জরপ্যা পাড়া আর্মি ক্যাম্পে গেছেন বলে জানা গেছে। তবে বিস্তারিত আর জানা যায়নি।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।