নান্যাচর কলেজে পাহাড়ি ছাত্র পরিষদের নবীন বরণ
নান্যাচর প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে রাঙামাটি জেলার নানাচর কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ জুলাই সোমবার সকাল ১১টায় নান্যাচর কলেজ হলরুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর কলেজ শাখার সভাপতি অনিল চাকমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুইক্যসিং মারমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা, নান্যাচর উপজেলা ভাইস চেয়ারম্যান কুমেন্দু বিকাশ চাকমা, নান্যাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, নান্যাচর ইউনিয়ন পরিষদের মেম্বার সেন্টু চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়লাল খীসা ও পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সভাপতি রিপন চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর কলেজ শাখার সদস্য রিপন আলো চাকমা ও অনুষ্ঠান পরিচালনা করেন সুকেন চাকমা।
অনুষ্ঠান শুরুতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নান্যাচর কলেজের ছাত্রী মেডিনা চাকমা। এর আগে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন মানুষের জীবনের লক্ষ্য যদি হয় সামনে এগিয়ে যাওয়া তাহলে সে নিশ্চয় আত্মোন্নতি করতে পারবে। স্কুলের গন্ডি পেরিয়ে তোমরা আজ কলেজে পদার্পন করেছো। তোমাদের জ্ঞানের পরিসর যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি বেড়েছে সমাজের প্রতি দায়িত্ববোধও। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সমাজ বিনির্মাণের কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সকল জাতির জনগণের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়ে বাঙালি ভিন্ন অন্য জাতিগুলোর অস্তিত্ব বিলীন করে দিতে চাইছে। প্রতিনিয়ত ভূমি বেদখল, নারী নির্যাতন অব্যাহত রয়েছে।
বক্তারা সকল ধরনের নিপীড়ন নির্যাতন ও ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।