নান্যাচর কলেজে হিল উইমেন্স ফেডারেশনের কমিটি গঠন
নান্যাচর : রাঙামাটির নান্যাচর ডিগ্রী কলেজে হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে কলেজের হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র নান্যাচর উপজেলা প্রধান সংগঠক অটল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মিনাকী চাকমা, রাঙামাটি জেলা সভাপতি মন্টি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর নান্যাচর থানা শাখার সভাপতি জয়ন্ত চাকমা।
বক্তারা বলেন, বর্তমান সরকার নারী সমাজকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নারীরা স্কুল-কলেজ, ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনা তাই প্রমাণ করে।
বক্তারা প্রতিটি স্তরের নারীদের নিজের সম্ভ্রম রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং ইতি চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পরে মুনমুনি চাকমাকে আহ্বায়ক ও রুপসী চাকমাকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কলেজ শাখা কমিটি গঠন করা হয়।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।