নারী দিবসে রাঙামাটির কুদুকছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের আলোচনা সভা

0
1

রাঙামাটি প্রতিনিধি।। আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আজ ৮ মার্চ ২০২২, মঙ্গলবার রাঙামাটির কুদুকছড়িতে আলোচনা সভা করেছে হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সদর উপজেলা শাখা।

‍“দামি গহনা-পোশাক,গাড়ি-বাড়ি সব নয়, নারীর নিরাপত্তা মর্যাদার জন্য এগিয়ে এসো” এই আহ্বানে অনুষ্ঠিত আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশন সদর উপজেলার সভাপতি রিমি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশি চাকমার সঞ্চলনায় পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক রিকা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি সদর উপজেলা শাখার তথ্য প্রচার সম্পাদক রবি সুন্দর চাকমা ও বিশিষ্ট মহিলা কার্বারী মিনুচিং মারমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন নিকা চাকমা।

আলোচনা সভার শুরুতে অধিকার আদায়ের সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তরা নারী দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, অধিকার এমনিতে আদায় হয় না। লড়াই সংগ্রাম করতে হয়। আন্তর্জাতিক নারী দিবসও লড়াইয়ের ফসল। আমাদের জুম্মো নারীদেরও নিজেদের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য লড়াইয়ে সামিল হতে হবে।

বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারী নির্যাতনের মাত্রা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ থেকে শুরু করে এ যাবত যত পাহাড়ি নারী ধর্ষণ-খূনের শিকার হয়েছেন কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হয়নি। এই বিচার ও শাস্তি না হওয়ার প্রধান কারণ হচ্ছে জাতিগত নিপীড়ন ও ধর্ষণের মেডিক্যাল রিপোর্টের ওপর গোপন নিষেধাজ্ঞা জারি থাকা। যার কারণে রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতায় অপরাধীরা বরাবরই পার পেয়ে নারী-শিশুদের নিরাপত্তায় হুমকির কারণ হয়ে দাঁড়ায়।

তারা অভিযোগ করে আরও বলেন, জুম্ম জনগণের ন্যায্য আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য শাসকগোষ্ঠি পরিকল্পিতভাবে রাজনৈতিক দমন-পীড়ন চালাচ্ছে। অন্যাযভাবে গ্রেফতার, রাত বিরাতে ঘরবাড়িতে তল্লাশি ও মিথ্যা মামলায় হয়রানি, খুন, গুম, ভূমি বেদখল নিত্যনৈমিত্ত্যিক ঘটনায় পরিণত হয়েছে। ফলে সাধারণ জনগণ এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনসহ সকল ধরনের অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক সমাধান পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের লড়াইয়ে সকলকে সামিল হওয়া আহ্বান জানান।

আলোচনা সভা থেকে বক্তারা কল্পনা চাকমা অপহরণসহ সকল নারী নির্যাতন ও ধর্ষণের সুষ্ঠু বিচার, ধর্ষণের মেডিক্যাল রিপোর্টের ওপর থেকে গোপন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.