খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির নুনছড়ি দেবতাপুকুর এলাকায় নির্মিত লক্ষ্মী নারায়ণ মন্দিরের টয়লেট ভেঙে দিয়েছে বিজিতলা ক্যাম্পের সেনা সদস্যরা।
আজ সোমবার (৫ নভেম্বর ২০১৮) সকাল সাড়ে ১১টায় বিজিতলা ক্যাম্পের কমাণ্ডার ক্যাপ্টেন সাদিক এর নেতৃত্বে একদল সেনা সদস্য মন্দিরে গিয়ে টয়লেটটি ভেঙে দিয়ে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকে সেনারা মন্দিরটি ভেঙে ফেলার জন্য এলাকার লোকজনকে হুমকি-ধমকিসহ নানাভাবে চাপ প্রয়োগ করছে। ২৬ অক্টোবর মহালছড়ি জোন কমাণ্ডার এলাকার মুরুব্বীদের ডেকে মন্দিরটি ভেঙে ফেলার নির্দেশ প্রদান করেন। এরপর ২৯ অক্টোবর বিজিতলা ক্যাম্পের একদল সেনা সদস্য মন্দিরটি ভাঙার চেষ্টা চালায় এবং ৩০ অক্টোবর মূর্তি তৈরিকালে ২ জন মৃৎশিল্পীকে ধরে নিয়ে যায়। গত ৩ নভেম্বর মাইসছড়ি বাজারে গেলে সেনা গোয়েন্দারা এলাকার কার্বারীসহ ৪ গ্রামবাসীকে মারধর করে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।