রামগড় : ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম মেধাবী সংগঠক মিঠুন হত্যার প্রতিবাদ ও খুনীদের গ্রেফতার, বিচার ও শাস্তির দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) উদ্যোগে রামগড় উপজেলায় বিক্ষোভ মিছিল ও সামবেশ আজ ৯ জানুয়ারি (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় মিছিল ও পরে স্থানীয় যৌথখামার বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউপিডিএফ রামগড় উপজেলা প্রতিনিধি পরম বিকাশ ত্রিপুরা, পিসিপি রামগড় উপজেলা সহ-সভাপতি সুরেশ চাকমা ও ডিওয়াইএফ রামগড় উপজেলা সদস্য অভি ত্রিপুরা।
বক্তারা মিঠুন চাকমার খুনের দায় রাষ্ট্রকে নিতে হবে উল্লেখ করে বলেন, তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে পূর্ব পাকিস্তানে স্বাধীনতা বিরোধী বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তৈরী করে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল ঠিক একই কায়দায় বাংলাদেশ সেনাবাহিনীর পাকিস্তানি ভাবাদর্শের প্রেতাত্মারা নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করে পরিকল্পিত টার্গেট কিলিং-এ নেমেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে মিঠুন চাকমাসহ তিন জনকে খুন করা হয়েছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।
সমাবেশ থেকে জনগণের উদ্দেশ্যে সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।