পানছড়িতে চার নিরীহ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি

পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের লেন্দিয়া পাড়া নামক গ্রামে সেনাবাহিনীর সদস্যরা চার নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (১ অক্টোবর ২০২১) সকালে এই তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১. বিচ্চু চাকমা (৫০), পিতা মলেন্দ্র চাকমা, ২. যুদিষ্টি চাকমা(৫০), পিতা-গাইনাগা চাকমা, ৩.অনন্ত চাকমা (৬০), পিতা-কবির মোহন চাকমা ও ৪.কলিজা চাকমা (৪০), পিতা-নয়ন শিং চাকমা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টায় সময় ১৫/২০ জনের একটি সেনাদল লেন্দিয়া পাড়ায় যায়। এ সময় সেনা সদস্যরা কোন কারণ ছাড়াই উক্ত চার গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। তবে তল্লাশীর পর বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা বাড়ির লোকদের ঘর থেকে বের করে কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে হয়রানি করে বলে অভিযোগ পাওয়া যায়।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে ১১টি গাড়িযোগে বিপুল সংখ্যক সেনা সদস্য লোগাং ৩২ বিজিবি ক্যাম্প, তারাবন্যা, বড়কলক, মনিপুর এলাকায় অবস্থান করছে।
সেদিন (২৮ সেপ্টেম্বর) সেনারা রাস্তাঘাটে চলাচলকারী লোকজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বলেও স্থানীয়রা জানান। তবে উক্ত মোবাইলগুলো এখনো ফেরত দেওয়া হয়নি বলে জানা গেছে।
সেনারা ওইসব স্থানে অবস্থান নিয়ে বিভিন্ন স্থানে নিপীড়ন ও হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বিকাল ৩টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনারা ওইসব এলাকায় অবস্থান করছে বলেও জানান স্থানীয়রা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন