পানছড়িতে বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতিতে জনমনে আতঙ্ক

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে আবারো বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতিতে এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টার দিকে পানছড়ি সদরের দিক থেকে ১৫টি গাড়িযোগে সেনা সদস্যরা পানছড়ির করল্যাছড়িতে লোগাঙ উচ্চ বিদ্যালয়সহ আশে-পাশের এলাকায় গিয়ে অবস্থান নেয়।
সেখানে সেনারা ড্রোন উড়িয়ে নজরদারি করার তথ্য জানিয়েছেন স্থানীয়রা।
এর আগে সকালে খাগড়াছড়ি সদর থেকে সেনাসদস্যদের বহনকারী উক্ত গাড়িগুলো পানছড়ি সাবজোনে এসে অবস্থান নিয়েছিল।
কী কারণে সেনাবাহিনীর এমন উপস্থিতি তার বিস্তারিত জানা যায়নি। তবে সেনাবাহিনীর অবস্থানের ফলে এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা হয়রানি-নিপীড়নের আশঙ্কা করছেন।
উল্লেখ্য, আজ ভোরে পানছড়ি সাবজোনের একটি দল উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলায় ৪ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে।
গতকাল (১৩ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের নিরাপত্তা দিতে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুড়া পাড়া, হারুবিল, বড়কলক এলাকায় টহল দেয়।
এর আগে গত ২৫ থেকে ৩১ আগস্ট সপ্তাহব্যাপী সেনা অভিযান চালিয়ে সাধারণ জনগণের ওপর নিপীড়ন, ঘরবাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।