পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে পোস্টারিং

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।
আজ শনিবার (২৩ নভেম্বর ২০২৪) পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি এই পোস্টারিং করেছে বলে জানা গেছে।
পানছড়ি উপজেলার লোগাং, আমতলী, মনিপুর, তারাবন পুজগাং বাজার, ত্রিপুরাবিল বাজার, বরহনা, তালতলা, লতিবান, শুকনাছড়ি, মরাটিলাসহ বিভিন্ন লোক সমাগম স্থান ও দোকানপাটে পোস্টার সাঁটানো হয়েছে।
পোস্টারগুলোতে “আঞ্চলিক পরিষদের গদির বিনিময়ে জাতি ধ্বংসলীলা বরদাস্ত করি না, আন্দোলনের সাহসী ঠিকানা পানছড়িতে সংঘাত চাই না, জাতিধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ঐক্য বিরোধীদের রেহাই নেই…” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।