পানছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক এক ইউপি সদস্যকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক এক ইউপি সদস্যকে বাড়ি থেকে তুলে নিয়ে বেদম মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ নভেম্বর ২০২৪ এ ঘটনাটি ঘটেছে বলে বিলম্বে পাওয়া খবরে জানা গেছে।
ভুক্তভোগী ইউপি সদস্যের নাম শান্তি রঞ্জন চাকমা (৫৫), পিতা- বীরলক্ষ চাকমা, গ্রাম- দেওয়ান পাড়া, ধুধুকছড়া, লোগাং ইউপি, পানছড়ি, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন (১০ নভেম্বর) ভোর ৫/৬টার সময় বিপ্লব চাকমা, তুংগুল চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ৪৫/৫০ জনের একটি সশস্ত্র দল লোগাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেওয়ান পাড়ায় হানা দেয়। তারা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে। পরে চলে চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা ইউপি সদস্য শান্তি রঞ্জন চাকমাকে বিনা অপরাধে নিজ বাড়ি থেকে জোরপূর্বকভাবে সীমানা পাড়ায় তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাঁকে বেদম মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়। এ সময় সন্ত্রাসীরা মেম্বারের কাছ থেকে তারা মিটিঙ ডাকলে না যাওয়া, তাদেরকে ভাতের যোগান না দেওয়া… ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে বলে জানা যায়।
পরে দুপুর ২টার দিকে লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমাকে ফোন করে সন্ত্রাসীরা শান্তি রঞ্জন চাকমাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।