পানছড়িতে সন্তু বাহিনী কর্তৃক জোড়া খুনের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
বক্তারা সমীরণ চাকমা ও জার্মান চাকমার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
এ ঘটনার প্রতিবাদে দিঘীনালায়ও বিক্ষোভ মিছিল করেছে সংগঠনগুলো। বেলা সোয়া ২টায় দিঘীনালা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাস স্টেশন ঘুরে লার্মা স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরেশ চাকমা, কলেজ কমিটির সভাপতি বিজয় চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দিঘীনালা থানা শাখার সহ সাধারণ সম্পাদক এন্টি চাকমা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পানছড়ি উপজেলার পুজগাঙে সন্তু বাহিনীর সশস্ত্র হামলায় ইউপিডিএফ সংগঠক সমীরণ চাকমা ও জেএসএস এমএন লারমা দলের সদস্য পূর্ণ কুমার চাকমা ওরফে জার্মান(৪৫) নৃশংসভাবে খুন হন।