





পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। এ উপলক্ষে গত ১৯ মে ২০২২ পানছড়ি বিজিবি জোনে সেনাবাহিনীর কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন (ইসিবি)-এর চট্টগ্রাম ডিভিশনের সিও লে. কর্ণেল রিয়াজত-এর উপস্থিতিতে এক মিটিঙ করা হয়। উক্ত মিটিঙে পানছড়ির নতুন শনখোলা পাড়া থেকে সড়কটি নির্মাণের পরিকল্পনার কথা ও শনখোলা পাড়ায় একটি বেস ক্যাম্প স্থাপনের কথা জানানো হয়। উক্ত সড়কটি পানছড়ি থেকে দক্ষিণে মাটিরাঙ্গার তানাক্কা পাড়া ও উত্তর দিকে দীঘিনালা-সাজেকে সংযোগ স্থাপন করা হবে বলে জানা যায়।
এদিকে সীমান্ত সড়ক নির্মাণের নামে পাহাড়িদের ভূমি বেদখল ও শনখোলা পাড়ায় ক্যাম্প স্থাপনের আপত্তি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, সীমান্ত সড়ক নির্মাণ ও শনখোলা পাড়ায় যেখানে বেস ক্যাম্প স্থাপনের কথা বলা হচ্ছে সেখানে পাহাড়িদের ঘরবাড়িসহ ব্যাপক বাগান-বাগিচা ও ফসলের ক্ষতি হবে।
তাই আজ শনিবার (২৮ মে ২০২২) প্রতিবাদী যুব সমাজ’র উদ্যোগে সীমান্ত সড়ক নির্মাণ ও শনখোলা পাড়ায় ক্যাম্প স্থাপন বন্ধের দাবি জানিয়ে পানছড়ির ৫টি ইউনয়ন ও মাটিরাঙ্গার তাইন্দং, তবলছড়ি এলাকায় একযোগে বিভিন্ন দাবি সম্বলিত হাতে লেখা পোস্টারিং করা হয়েছে।
এসব পোস্টারে “রাস্তা নির্মাণের নামে ভূমি বেদখল বন্ধ কর; রাস্তা নির্মাণের নামে সেটলার পুনর্বাসন বন্ধ কর; শনখোলা পাড়ায় সেনা ক্যাম্প চাই না; সেনা ক্যাম্প স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধ কর; জুম্মদের প্রথাগত আইনের স্বীকৃতি দাও; জুম্ম জাতীয় অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র রুখো; জুম্মদের ঘেরাও করে মারার সীমান্ত সড়ক চাই না; রামগড়-পানছড়ি-দীঘিনালা সীমান্ত সড়ক হলো জুম্মদের গলার ফাঁস” ইত্যাদি শ্লোগান রয়েছে।
পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের কুড়াদিয়াছড়া, কিলোমিটার, নালকাবা, ব্রীকফিল্ড, শান্তিপুর ও লতিবান; লোগাং ও চেংঙ্গী ইউনিয়নের বরকলক, মনিপুর, আমতলী, বাবুড়োপাড়া, হাতিমারা, করল্যাছড়ি, দুধুকছড়া; ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা, জিরানি হলা, পাইয়ুং পাড়া; ৩নং পানছড়ি সদর ইউনিয়নের নাপিতা পাড়া, অক্ষয় পাড়া, তালতলা, বড়কোণা এলাকায় মাটিরাঙ্গার তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নের লাইফু পাড়া, হেডম্যান পাড়া, বগাপাড়া ও সর্বেশ্বর পাড়া এলাকায় পোষ্টারিং করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন