পানছড়িতে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা, জনমনে উদ্বেগ

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমাবর, ২৫ আগস্ট ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।
আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫), দুপুর ১:৪৫টার সময় পাওয়া খবরে জানা গেছে, সেনাবাহিনী ও বিজিবি’র বিপুল সংখ্যক সদস্য ১৩টি গাড়িযোগে পানছড়ির তারাবান ও লোগাঙ এলাকায় প্রবেশ করেছে। এর মধ্যে ৫টি গাড়ি তারাবন এলাকার দিকে গেছে ও ৮টি গাড়ি লোগাঙ এলাকায় অবস্থান করছে।
এর আগে দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদর থেকে ৭টি গাড়িযোগে শতাধিক সেনা সদস্য পানছড়ি সাবজোনে এসে অবস্থান নেয়। সেনাদের সাথে ৩০/৩৫ জনের বিজিবি সদস্যও যুক্ত হয়।
এছাড়া আজ সকাল ১০টার সময় পানছড়ি সাবজোন থেকে ২টি পিক-আপ যোগে ২০/২৫ জনের একটি সেনাদল প্রথমে লোগাঙ বিজিবি জোনে যায়। এরপর তারা চেঙ্গী ইউনিয়নের গীর্জা ও জগপাড়া এলাকায় গিয়ে টহল দেয়। প্রায় দুই-আড়াই ঘন্টা সেখানে অবস্থানের পর সেনা দলটি পানছড়ি সদরের দিকে ফিরে যায়।
একটি বিশেষ সূত্রের তথ্যমতে, জেএসএস সন্তু গ্রুপকে সহযোগিতার লক্ষ্যে সেনারা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করবে। বিশেষত ইউপিডিএফের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তারা এ অভিযান চালাতে পারে। এতে সেনারা যে কোন সময় “অস্ত্র উদ্ধার” কিংবা অন্য কোন নাটক সাজাতে পারে বলেও সূত্রটি জানিয়েছে।
সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকার জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।