পানছড়িতে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতায় জনমনে আতঙ্ক

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন স্থানে সেনাবাহিনীর উপস্থিতি ও রাতে বেপরোয়া ঘোরাফেরার কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে। এলাকার জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।
জানা যায়, গত ১৫-২০ দিন আগে খাগড়াছড়ি সদর থেকে ১৪টি গাড়ি যোগে অনুমানিক দেড় শতাধিক সেনা সদস্য পানছড়িতে এসে পানছড়ি সাবজোনে অবস্থান নেয়।
এর পর থেকে সেনা সদস্যরা পানছড়ি সাবজোন থেকে দিনে ও রাতে লোগাঙ ইউনিয়নের ফাতেমা নগর হয়ে কয়েকটি গ্রামে ৩-৪ দিন ঘোরাফেরা করে।
গত ২১ অক্টোবর ২০২৫ সকাল ৭ টার সময় পানছড়ি সাবজোন থেকে ৭টি গাড়ি যোগে ৭০-৮০ জন সেনা সদস্য প্রথমে পুজগাঙ মধুমঙ্গল পাড়ায় জড়ো হয়। পরে সেখান থেকে ৩০-৩৫ জন পায়ে হেঁটে পশ্চিম দিকে লোগাঙ নদী পার হয়ে চাম্মে আদাম এলাকায় গিয়ে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করে। পরে আরো ৪৫ জন বিজিবি সদস্য সেখাানে তাদের সাথে যোগ দেয়।
অন্যদিকে একই সময় আরো ৫০ থেকে ৫৫ জন সেনা সদস্য ৫টি গাড়ি যোগে লোগাঙ আমতলী হয়ে চিকনচান পাড়ায় পুরানো পরিত্যক্ত বিজিবি ক্যাম্পের টিলায় অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান গ্রহণ করে।
এর পর সেনা সদস্যরা দুটি অস্থায়ী ক্যাম্প থেকে রাতের বেলায় বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করে।
তবে চাম্মে আদাম এলাকায় অবস্থানকারী সেনা দলটি ১০ দিন পর গত ২৮ অক্টোবর চলে যায়।
অপরদিকে চিকনচান পাড়া এলাকায় অবস্থান করা সেনা সদস্যরা আজ ৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৮টার সময় আরো পশ্চিমে হিয়ে রামতনু পাড়া এলাকায় রাবার বাগানে গিয়ে অবস্থান করছে। এর আগে সেনা সদস্যরা চিকনচান পাড়া থেকে গাড়িতে করে শনখোলা পাড়া, হারুবিল ও হরনশিং পাড়ায় নিয়মিত টহল দেয়।
এদিকে, গত ১ নভেম্বর পানছড়ি সাব জোন থেকে ৭টি গাড়ি যোগে ৭০ জনের একদল সেনা সদস্য লতিবান ইউনিয়নের গঙ্গারাম পাড়ায় প্রবেশ করে সেখানে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করছে।
অপরদিকে, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এখনো মাছ্যছড়া ও ধুধুকছড়া এলাকায় অবস্থান করছে। তারা দিনে দুপুরে সশস্ত্র অবস্থায় সেসব এলাকায় ঘোরাফেরা করে থাকে। কিন্তু সেনাবাহিনীকে ঐসব এলাকায় কোন অভিযান পরিচালনা করতে দেখা যায় না। অথচ চিকনচান পাড়ায় সেনাদের অবস্থান থেকে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থান মাত্র আধা কিলোমিটির দূরত্বে।
মূলত জেএসএস সন্তু গ্রুপকে সাপোর্ট দিতে ও জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে বলে স্থানীয়দের ধারণা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
