পানছড়িতে সেনাবাহিনী ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের অপতৎপরতা

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২ জুন ২০২৪
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় সেনাবাহিনী ও তাদের মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) সন্ত্রাসীদের অপতৎপরতার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শনিবার (১ জুন ২০২৪) দিবাগত রাত ১২টার সময় পানছড়ি বাজার থেকে ১৪ জনের একদল সশস্ত্র ঠাঙাড়ে সন্ত্রাসী ফাতেমানগর হয়ে মরাটিলা এলাকায় প্রবেশ করে। আজ রবিবার দুপুরের দিকে সন্ত্রাসীরা মরাটিলায় এলাকায় প্রকাশ্যে সশম্ত্র ত ৎপরতা শুরু করে।
এদিকে, সকাল ১১টার সময় ২টি গাড়ি যোগে সেনাবাহিনীর একটি দল মরাটিলায় গেলে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা অস্ত্রসহ মরাটিলা দোকানে বের হয়। তখন তারা সশস্ত্র অবস্থায় দৌঁড়ে এসে পাশের এলাকা ঘেরাও করে এবং যতীন্দ্র ত্রিপুরা (৪২), পিতা- টমি ত্রিপুরা ও তপন ত্রিপুরা এদিক সেদিক দোঁরা দোরি করে আছে পাশের এলাকা ঘেড়াও করে যতিন্দ্র ত্রিপুরা(৪২) পীং (৩৫), পিতা- রবীন্দ্র ত্রিপুরা’র দোকান তল্লাশি চালায়। এ সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনাবাহিনী ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা মরাটিলা এলাকায় অবস্থান করছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।