পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যসহ ৪ জনকে আটক, পরে ৩ জনকে মুক্তি

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১০ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে সেনাবাহিনী এক ইউপিডিএফ সদস্য ও ৩ জন সাধারণ গ্রামবাসীকে আটক করে। পরে তাদেরকে পানছড়ি সাবজোনে নেয়ার পর সেখান থেকে তিন গ্রামবাসীকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
জানা যায় আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুর ১:০০টার সময় পানছড়ি সাবজোন থেকে ২টি গাড়িযোগে ২০/২৫ জন সেনা সদস্য মরাটিলা এলাকায় হানা দেয়। এ সময় সেখানে সাংগঠনিক কাজে যাওয়া ইউপিডিএফ সদস্য মিলন ত্রিপুরা (২৬), পিতা- হরিপূর্ণ ত্রিপুরাকে সেনারা আটক করে।
এছাড়া একই সময় সেনারা ওই এলাকার বাসিন্দা ও দোকানদার অরুণ বিকাশ ত্রিপুরা (৩১), পিতা- বিনান্দ মোহন ত্রিপুরা, গ্রাম- পদ্মিনী পাড়া, ৭নং ওয়ার্ড, উল্টাছড়ি ইউনিয়ন; মোটর সাইকেল চালক কহুজয় ত্রিপুরা (২৭), পিতা- সচিন্দ্র ত্রিপরা, গ্রাম- আনন্দ মোহন পাড়া, মাছ্যছড়া ও রাহুল ত্রিপুরা (১৬), পিতা-রূপনা ত্রিপুরা, কাতালমনি পাড়া, ৯নং ওয়ার্ড, ৪নং লতিবান ইউনিয়ন- এই তিন জনকেও আটক করে।
আটকের পর সেনারা ইউপিডিএফ সদস্যসহ চার জনকে মারধর করার পর পানছড়ি সাবজোনে নিয়ে যায়।
এরপর সাবজোনে জিজ্ঞাসাবাদের পর ইউপিডিএফ সদস্যকে রেখে বাকী তিনজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
আটক ইউপিডিএফ সদস্যের কাছ থেকে পিস্তল ও চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া গেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক অপু ত্রিপুরা তা খারিজ করে দিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
