পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনী কর্তৃক এক ইউপিডিএফ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি উক্ত লুটপাটের ঘটনার বিষয়ে বলেন, ‘আজ ভোর ৫টার দিকে সেনাবাহিনীর ২০০ জনের দুটি দল – একটি পানছড়ি সাবজোন থেকে ও অন্যটি বাত্যাপাড়া থেকে – যুবনাশ্ব পাড়া ঘেরাও করে এবং ইউপিডিএফ সদস্য প্রভাত চাকমার বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করে।
‘এরপর সেনা সদস্যরা বাড়িতে রাখা হোমিও ঔষুধ, রোগিদের হোমিও ঔষুধ দেয়ার শিশি ও অন্যান্য সরঞ্জাম, একটি আইপিএস, ২০০ অ্যাম্পায়ের একটি সোলার ব্যাটারি ও পারিবারিক ব্যবহার্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ব্যাটারি ও আইপিএসের মালিকরা হলেন ভূবন মোহন চাকমা, মনু রঞ্জন চাকমা ও কুলো রঞ্জন চাকমা। তাদের পিতার নাম পদ্ম রঞ্জন চাকমা।’
সেনারা ইউপিডিএফ সদস্যের উক্ত বাড়িটি ভেঙে দিতে গ্রামবাসীদের নির্দেশ দিয়ে যায় বলেও জানা গেছে।
এলাকায় জনগণকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য বাড়িতে উক্ত হোমিও ঔষুধ সংরক্ষণ করে রাখা হতো বলে অংগ্য মারমা জানান এবং অবিলম্বে মানবিকতার স্বার্থে হলেও উক্ত ঔষুধসহ অন্যান্য জিনিসপত্রগুলো ফেরত দেয়ার অনুরোধ করেন।
তিনি আরও জানান, ইতিপূর্বে ৬ অক্টোবর ২০২৫ একবার ইউপিডিএফ সদস্যের উক্ত বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এ সময়ও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে নারী ও শিশুদের ব্যবহার্য পোষাক পরিচ্ছদ ও দা-কাস্তে ইত্যাদি জিনিসপত্র নিয়ে গিয়েছিল এবং বাচ্চাদের খেলনা নষ্ট করে দিয়েছিল।
ইউপিডিএফ নেতা অবিলম্বে তথাকথিত অপারেশনের নামে জনগণকে হয়রানি ও লুটপাট বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
