পানছড়িতে ‘স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর’ ‍উপলক্ষে স্মরণ সভা

0

পানছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়িতে ‘স্বনির্ভর হত্যাকাণ্ডের ৩ বছর’ উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ আগস্ট ২০২১, বুধবার সকাল ১১টায় লোগাং ইউনিয়ন এলাকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি )ও গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

স্মরণ সভা শুরুর পূর্বে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষে বিনোধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর পক্ষে পূজা চাকমা ও ইউপিডিএফ’র পক্ষে সুশীল চাকমা ও জুরান চাকমা।

“ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে খুনিদের, সমাজ বিরোধীরা ধ্বংস হবেই, তোমাদের স্মৃতি অম্লান, শহীদ তপন-এল্টন-পলাশদের স্যালুট জানাই” শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা ও স্মরণ সভায় গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক এস মঙ্গল চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক সুশীল চাকমা ও  পিসিপি’র উপজেলার সাধারণ সম্পাদক সুনীল ময় চাকমা।

স্মরণ সভা শুরুতে ছাত্র নেতা তপন, এল্টন, পলাশসহ যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরাম গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। পাহাড়ি জনগণের ওপর শাসকগোষ্ঠীর অন্যায় দমন-পীড়ন, ভূমি বেদখল, নারী নির্যাতনসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কিন্তু শাসকগোষ্ঠী এই ন্যায়সঙ্গত আন্দোলন দমনে মুখোশ-সংস্কার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ২০১৮ সালের আজকের দিনে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। এতে তারা পিসিপি নেতা তপন, এল্টন, যুব ফোরাম নেতা পলাশ ও সাধারণ জনগণের মধ্যে জিতায়ন, রুপম, ধীরাজ চাকমাকে এবং পেরাছড়ায় হামলা চালিয়ে সন কুমার চাকমা নামে এক বৃদ্ধকে হত্যা করেছে।

তিন বছরেও খুনিরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন স্বনির্ভরের মতো প্রশাসনের নিরাপত্তা বেষ্টিত এলাকায় প্রকাশ্যে খুন করেও সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা প্রশাসনের নিরাপত্তায় থেকে খুন, গুম, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতই খুন, গুম, নিপীড়ন-নির্যাতন করা হোক না কেন পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফের নেতৃত্বে পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন চলবে। ছাত্র-যুব সমাজ এই আন্দোলনে সামিল হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে।

তারা বলেন, সমাজ, দেশ-জাতির জন্য যারা জীবন বিলিয়ে দেয় তারা অমর। স্বনির্ভর হত্যাকাণ্ডে শহীদ তপন, এল্টন, পলাশরাও পার্বত্য চট্টগ্রামের ইতিহাাসে অমর হয়ে থাকবেন। বক্তারা অবিলম্বে স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More