পানছড়ির তারাবন এলাকায় ২ গ্রামবাসীকে সেনাবাহিনীর নির্যাতন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তারাবন গির্জা এলাকায় সেনাবাহিনী ২ গ্রামবাসীকে শারীরিক নির্যাতন করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বেলা ২টার দিকে প্রথমে ৩৫ জনের একদল সেনা সদস্য পায়ে হেঁটে তারাবন গির্জা এলাকায় যায়। এরপর ৬টি গাড়িতে করে আরো একদল সেনা সদস্য সেখানে যোগ দেয়। সেনারা গ্রামের লোকজনকে এক প্রকার জিম্মি করে বাড়ি থেকে বের হতে নিষেধ করে এবং যাকে সামনে পেয়েছে তাকে নানা জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে দুই জনের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- নিকেল চাকমা (৩৩) ও টাত্তে খুলো চাকমা (৪২)।
সেনারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৬টার সময় সেখান থেকে চলে গিয়ে মনিপুর এলাকায় অবস্থান নিয়েছে। বর্তমানে প্রায় শতাধিক সেনা সদস্য মনিপুর এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে সকালে জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য তারাবনের কিছু দূরে করল্যাছড়ি এলাকায় হামলা চালাতে আসলে জনগণের প্রতিরোধের মুখে পড়ে। তাদেরকে উদ্ধার করতেই সেনাবাহিনীর সদস্যরা তারাবন এলাকায় প্রবেশ করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
