পানছড়ি বাজার বয়কট করে কলেজ গেটে বিকল্প বাজার বসিয়েছে পাহাড়িরা
পানছড়ি বাজারে গেলে সেটলার বাঙালিরা তাদের নানাভাবে হয়রানি করে বলেও পাহাড়িরা অভিযোগ করেছে।
পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা পাহাড়িদের বাজার বয়কটের সত্যতা স্বীকার করে জানান, বাঙালি সংগঠনগুলোর ডাকা ৭২ ঘন্টা হরতাল চলাকালে ধর্মীয় গুরুসহ সাধারণ লোকজনের উপর নানা হয়রানির প্রতিবাদে পাহাড়িরা পানছড়ি বাজারে না গিয়ে কলেজগেট ও পুজগাঙে বিকল্প বাজার বসিয়েছে।