পানছড়িতে ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী
সিএইচটিনিউজ.কম
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দক্ষিণ শান্তিপুর গ্রাম থেকে ইউপিডিএফ সদস্য আলো প্রিয় চাকমা (৩২) ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি চন্দ্রদেব চাকমা(৩২)-কে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদেরকে আটক করা হয়।
আটক আলো প্রিয় চাকমা দীঘিনালা উপজেলার হাজাছড়ি গ্রামের অজিত কুমার চাকমার ছেলে। আর চন্দ্রদেব চাকমা পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সুক্কো মনি পাড়ার বীরেন্দ্র চাকমার ছেলে। তিনি পিসিপি’র দায়িত্ব ছাড়ার পর বর্তমানে ইউপিডিএফের সহযোগী হয়ে কাজ করছেন।
জানা যায়, সোমবার বিকালে আলো প্রিয় চাকমা ও চন্দ্রদেব চাকমা সাংগঠনিক কাজে দক্ষিণ শান্তিপুর গ্রামে যান। সেখানে লোকজনের সাথে আলোচনা শেষে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িযোগে একদল সেনা সদস্য সেখানে গিয়ে এলাকাটি ঘেরাও করে তাদের আটক করে নিয়ে যায়।
আটকের পর তাদেরকে পানছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।