পানছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সংস্কারপন্থী কর্মী দিপন আলো চাকমা এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১২ মে ২০১৮) ৪ নং লতিবান ইউনিয়নের দক্ষিণ নালকাবা গ্রামের কালেন্দ্র চাকমার ছেলে তপন বিকাশ চাকমাকে সংস্কারপন্থী দিপন আলো মোবাইলে কল করে পানছড়ি বাজারে আসতে বলে। তার কথামত তিনি বাজারে আসলে দিপন আলো তার বিরুদ্ধে ইউপিডিএফ কর্মীদের সাথে যোগাযোগ করা ও তাদেরকে মোবাইলে রিচার্জ করে দেয়ার অভিযোগ এনে তাকে এক লক্ষ জরিমানা করে। টাকা দিতে ব্যর্থ হলে গাড়ি চালাতে পারবে না এবং দোকান বন্ধ রাখার হুমকি দেয়।
এ সময় তপন বিকাশ চাকমার কাছ থেকে দশ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
———————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।