পানছড়ি : খাগড়াছড়ির পানছড়িতে গতকাল বৃহস্পতিবার (১৪ জুন ২০১৮) রাত ৯টার সময় সংস্কার-মুখোশ দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনী ধুধুকছড়া সীমানা পাড়া এলাকায় হানা দেয়। এ সময় সেনা ১ নং লোগাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) বিজলী কুমার চাকমা, সীমানা পাড়ার কার্বারী শান্তি বিকাশ চাকমা ও হাতিমারা গ্রামের কার্বারী সজীব চাকমার বাড়িতে তল্লাশি চালায়।
জানা যায়, সেনারা অনুমতি ছাড়া উক্ত তিন ব্যক্তির বাড়িতে প্রবেশ করে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে বাড়ির সকল জিনিসপত্র তছনছ করে দেয়। এ সময় সেনাবাহিনীর সাথে থাকা সংস্কার, মুখোশ দুর্বৃত্তরা চাকমা ভাষায় “তোমাদের বাড়িতে ইউপিডিএফ’র কতজনকে ভাত খাওয়ানো হয়েছে বলে জিজ্ঞাসা করে।
সংস্কার-মুখোশদের সাথে নিয়ে সেনাবাহিনীর এই অন্যায় তল্লাশি ও হয়রানির ঘটনায় এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।
————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।