পানছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে খাগড়াছড়ির পানছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
“জাতির ক্রান্তিলগ্নে অতন্ত্র প্রহরী বেশে আগুয়ান হে নবীন সেনানী” এই শ্লোগানে আজ ২০ জুন বুধবার সকাল সাড়ে ১১টায় পানছড়ি ডিগ্রী কলেজের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডএফ)-এর পানছড়ি উপজেলা ইউনিটের সংগঠক স্বপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শিমন চাকমা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, পানছড়ি ডিগ্রী কলেজের প্রফেসর রত্ন কুসুম চাকমা, পানছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবজ্যোতি চাকমা, লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপু চাকমা ও অবসর প্রাপ্ত শিক্ষক প্রভাকর চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক পরম বিকাশ ত্রিপুরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শুরুতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পানছড়ি উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয়, পুজগাং উচ্চ বিদ্যালয়, নালকাটা উচ্চ বিদ্যালয় ও লোগাং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১২০ জন ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যত। ছাত্রদেরকেই শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ, সমাজ ও জাতীয় অস্তিত্ব রক্ষার কাজে আত্মনিয়োগ করতে হবে।
বক্তারা বলেন, সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পাহাড়ি জনগণের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। ভূমি কমিশনের এক তরফা শুনানীর মাধ্যমে পাহাড়িদের জায়গা-জমি কেড়ে নেয়ার চক্রান্ত করছে। এছাড়া সরকার সেমুতাঙের গ্যাস পার্বত্যবাসীকে বঞ্চিত রেখে বাইরে পাচার করছে। ছাত্রদেরকেই এসবের বিরুদ্ধে ভুমিকা পালন করতে হবে।
বক্তারা সকল ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে এগিয়ে আসার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।