Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
পানছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার পানছড়ির উত্তর শান্তিপুরে জায়গা বেদখলে বাধা দেয়ায় সেটলার হামলায় একই পরিবারের ৩ জন পাহাড়ি আহত হয়েছেন। আহতরা হলেন, কান্তি ভূষণ চাকমা(৬৫) পিতা মৃত ঘৃত চন্দ্র চাকমা, তার স্ত্রী লক্ষ্মী সীতা চাকমা(৬০) ও তার ছেলে ত্রিরতন চাকমা(৪০)। আজ ২৬ আগস্ট রবিবার আনুমানিক বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উল্টাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অমরপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা (৩০) পিতা- সাদেক আলী দীর্ঘদিন ধরে কান্তি ভূষণ চাকমার বন্দোবস্তিকৃত ৫ একর জায়গা বেদখল করতে নানাভাবে চেষ্টা চালিয়ে আসছে। দু‘তিন মাস আগে উল্টাছড়ি ইউনিয়ন পরিষদে এ বিষয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ সালিশ বৈঠকে কোন মীমাংসা না হওয়ায় পরে কান্তি ভূষণ চাকমা খাগড়াছড়ি কোর্টে মামলা দায়ের করেন। কিন্তু গতকাল হঠাৎ করে মাসুদ রানা পুলিশ নিয়ে উক্ত জায়গায় যায় এবং আজ বাড়ি নির্মাণ শুরু করে দেয়। এ খবর পেয়ে কান্তি ভূষণ চাকমা, তার স্ত্রী, তার ছেলে ও অপর এক গ্রামবাসী সেখানে গিয়ে ঘর নির্মাণে বাধা দিলে মাসুদ রানা অতর্কিতে তাদের উপর দা দিয়ে হামলা চালায়। তার দায়ের কোপে কান্তি ভূষণ চাকমা, লক্ষ্মী সীতা চাকমা ও ত্রিরতন চাকমা আহত হয়। কান্তি ভূষণ চাকমার বাম হাতের ৩টি আঙুল কেটে যায়। লক্ষ্মী সীতা চাকমার ডান হাতের বুড়ো আঙুল কেটে যায় এবং বাম কাঁধে দায়ের কোপ লাগে। ত্রিরতন চাকমা বাম কাঁধে এবং বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে পানছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক প্রদীপ চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি অবিলম্বে জায়গা বেদখলকারী ও হামলাকারীকে গ্রেফতার, জায়গা বেদখল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে তাৎক্ষণিকভাবে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।