পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের লেন্দিয়া পাড়া ও মুনিপুর গ্রামে সেনাবাহিনী ৩ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১.০০টার সময় খাগড়াছড়ি সদর জোন থেকে ২টি পিকআপে করে একদল সেনা সদস্য লেন্দিয়া পাড়া ও মুনিপুর গ্রামে হানা দেয়। এ সময় সেনারা সন্ত্রাসী খোঁজার নামে দরজা লাথি দিয়ে ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে লেন্দিয়া পাড়ার বাসিন্দা মিনু মারমা(৩৬), পিতা- মধু মার্মা এবং মুনিপুর গ্রামের বাসিন্দা নবদীশ চন্দ্র চাকমা(৪৪), পিতা- গুনঙ্কর চাকমা ও নীল কুমার চাকমা(৫৫), পিতা- মৃত. ধন মোহন চাকমার বাড়িতে তল্লাশি চালায় এবং জিনিসপত্র তছনছ করে দেয়। তল্লাশিকালে সেনাদের সাথে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় সংস্কারবাদী জেএসএস-এর দীপন আলো ও নিউটন চাকমাকে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তল্লাশির সময় সেনাদলের দায়িত্বরত কমাণ্ডার নানা হুমকি দিয়েছেন বলে উক্ত গ্রামবাসীরা অভিযোগ করেছেন।
পরে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।