পানছড়ি : পানছড়ির দুই নিরীহ গ্রামবাসীকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে এমএন লারমা আদর্শ অনুসারী দাবিদার সংস্কারবাদী জেএসএস । আজ বুধবার (২ মে) সংস্কারবাদী জেএসএস-এর নাম ব্যবহার করে সকাল সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে পরিবার দু’টোকে দুপুর ১২ টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। অন্যথায় বাড়িসহ সবকিছু পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।
পানছড়ি উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সঞ্চয় চাকমা(৩০), পিতা- চিকন ময় চাকমা, গ্রাম কিনা চান কার্বারী পাড়া ও একই ওয়ার্ডের বাসিন্দা সুমেধ চাকমা(৩২), পিতা- ভূবন চন্দ্র চাকমা, গ্রাম কানুনগো পাড়াকে সংস্কারবাদী গ্রুফের নেতা পরিচয়ে এক অজ্ঞাত ব্যক্তি হুমকি দেন বলে জানান তারা।
বাড়ি ছাড়ার হুমকি পাওয়ার পর দুই পরিবারের সদস্যরা চরম নিরপত্তাহীনতায় রয়েছেন।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।