পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
গতকাল শনিবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে লোগাঙ বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চেঙ্গী ইউনিয়নের জগপাড়া গ্রামের বীরেন্দ্র চাকমার ছেলে মিটন চাকমা (৩২) ও লোগাঙ ইউনিয়নের ধুদুকছড়ার শান্তিটিলা গ্রামের প্রমোদ চন্দ্র চাকমার ছেলে হেমন্ত চাকমা (৩৫)।
জানা যায়, মিটন চাকমা ও হেমন্ত চাকমা লোগাঙ থেকে মোটর সাইকেলযোগে পানছড়ি উপজেলা সদরে আসছিলেন। আসার পথে লোগাঙ বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছলে বিজিবি সদস্যরা তাদের মোটর সাইকেল থামিয়ে তাদেরকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। আটকের পর তাদেরকে ২৪ ঘন্টার অধিক ক্যাম্পে বেঁধে রেখে বেদম শারিরীক নির্যাতন চালানো হয়।
আজ রবিবার (১৭ এপ্রিল) বিকালে হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে তাদেরকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।