পানছড়িতে দু’টি বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি
সিএইচটি নিউজ ডটকম
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের বাউরো পাড়ায় দু’টি বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
জানা যায়, শনিবার (১৮ জুলাই)ভোররাতের দিকে(রাত ২টা) একদল সেনা সদস্য বাউরো পাড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা সারদা চাকমা (৬০), পিতা-মৃত লোচন চাকমা ও তার ছেলে মন্টু চাকমা (৩৫) এর বাড়ির ভেতর ঢুকে তন্নতন্ন করে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে সেনা সদস্যরা সারদা চাকমার রাখা ৪০০ টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কিন্তু ব্যাপক তল্লাশি চালিয়েও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।