পানছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের দাঙ্গাবাজারে সেনাবাহিনী পাহাড়িদের বেশ কয়েকটি দোকান তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
যাদের দোকান তল্লাশি চালানো হয় তারা হলেন- ঠাণ্ডা চাকমা, সম্মুত চাকমা, চয়ন চাকমা ও সুনীল বরণ চাকমা।
জানা যায়, আজ বৃহস্পতিবার (৩ মে ২০১৮) সকাল সাড়ে ৭টায় পানছড়ি সাব-জোন থেকে দুই পিকআপ সেনা সদস্য দাঙ্গা বাজারে গিয়ে তথাকথিত ‘সন্ত্রাসী’ খোঁজার নামে উক্ত ব্যক্তিদের দোকানে তল্লাশি চালায়। পরে অবৈধ কোন কিছু না পেয়ে ক্যাম্পে ফেরার পথে নোয়াদাম, গুণধর পাড়া ও কুঞ্জপাড়া এলাকার সাধারণ লোকজনকে ইউপিডিএফ’র লোকজন কোথায় থাকে, কোথায় মিটিং করে… ইত্যাদি নানা প্রশ্ন জিজ্ঞাসা করে বলে এলাকাবাসী জানান।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।