পানছড়ি : শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপি’র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) পানছড়ি ডিগ্রী কলেজে শাখা।
‘পার্বত্য চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর’ এই শ্লোগানে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০১৭) দুপুর ১২ টায় মিছিলটি পানছড়ি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পানছড়ি কলেজ গেইট এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে পিসিপি পানছড়ি ডিগ্রী কলেজ শাখার সহ-সভাপতি সুকিরণ চাকমা সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলিশন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সদস্য হিমেল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি কৃপায়ন চাকমা প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা, পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা দাবি জানান।
তারা শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপি’র উত্থাপিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।