সিএইচটিনিউজ.কম
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে গণমিত্র চাকমা (১৮) নামে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ ১৮ অক্টোবর শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পানছড়ি সদরের কলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কোন মামলা বা ওয়ারেন্ট ছিল না।
আটক গণমিত্র চাকমা নপিদা পাড়ার বাসিন্দা গজেন্দ্র চাকমার ছেলে। তিনি পিসিপি’র পানছড়ি থানা শাখার সদস্য।
আটকের পর তাঁর বিরুদ্ধে কোন মামলা দায়ের করা হয়েছি কিনা তা জানা যায়নি।
এছাড়া গতকাল শুক্রবার কলাবাগান এলাকার বাসিন্দা সুখময় চাকমা(৪০) নামে জেএসএস(এমএন লারমা) দলের একজনকে পুলিশ আটক করে। এর আগে গত ১২ অক্টোবর গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা কমিটির সহ সভাপতি সুসময় চাকমাকে আটক করেছিল পুলিশ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে কুড়াদিয়া ছড়ায় শারদীয় দুর্গাপূজা মন্তপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে লক্ষ্মী কুমার চাকমা নামে এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র খোয়া(!?) যাওয়ার অভিযোগ করে পানছড়ি এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে যত্রতত্র তল্লাশি চালিয়ে লোকজনকে নানা হয়রানি ও বিনাকারণে ধরপাকড় করা হচ্ছে। সেনা-পুলিশের এই অভিযানের কারণে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
———-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।