পানছড়িতে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিএইচটিনিউজ.কম
পানছড়ি প্রতিনিধি: গত ১৪ জানুয়ারী রাঙামাটির কাউখালি উপজেলায় ২য় শ্রেণীর পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষক আইয়ুব আলীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি থানা শাখা।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল এগার’টায় পানছড়ি ডিগ্রী কলেজ গেইট এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য বিবর্তন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি সুসময় চাকমা, সাধারণ সম্পাদক রূপায়ন চাকমা ও পিসিপি খাগড়াছড়ি ট্যাকনিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল চাকমা।
সমাবেশ থেকে বক্তারা স্কুল ছাত্রীর ধর্ষক আইয়ুব আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।