সিএইচটিনিউজ.কম
পানছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় লতিবান এলাকায় দূর্গা প্রতিমা বিসর্জনকালে পানিতে তলিয়ে যাওয়ার একদিন পর শিশু লিখন ত্রিপুরা(৬)’র লাশ পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে লাশটি পাওয়া যায়। শনিবার বিকাল ৪টার দিকে প্রতিমা বিসর্জনকালে মা প্রীতি ত্রিপুরার হাত ধরে নদীতে নামে লিখন। হঠাৎ মায়ের হাত থেকে ছুটে নদীতে তলিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা নানাভাবে খোঁজাখুজিঁ করলেও তাকে পাওয়া যায়নি। শিশুটি পানছড়ি ৩ নং ইউনিয়নের সুমন ত্রিপুরা ছেলে।
শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যসহ স্থানীয় গ্রামবাসীরা খোঁজাখুজি করছিলেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে লিখনের জেঠা নীল রঞ্জন ত্রিপুরা ঘটনাস্থল থেকে প্রায় ১শ হাত দূরে পাথরের সাথে লাশ ভেসে থাকতে দেখেন। পরে লিখনের লাশ উদ্ধার করে নিয়ে আসেন তিনি।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুস সামাদ মোড়ল জানান,এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।