পানছড়িতে বুদ্ধ মূর্তি চুরির দায়ে দুই সেটলার আটক
সিএইচনিউজ.কম
পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর বৌদ্ধ মন্দির থেকে তিনটি বুদ্ধ মুর্তি চুরির প্রধান আসামী মো: আনোয়ার হোসেন(২৫) ও মো: আলমগীর(৪০) নামে দুই সেটলারকে আটক করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, বুধবার বিকেল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এতে প্রথমে বুদ্ধমুর্তি চুরির সাথে জড়িত আনোয়ার হোসেনকে আটক করে। পরে এলাকাবাসীর সহায়তায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে উপজেলার মদন কার্বারী পাড়া এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় বুদ্ধ মূর্তি চুরির অন্যতম আসামী আলমগীরকে আটক করতে সক্ষম হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাবাসীর আন্তরিক সহযোগীতায় প্রধান আসামীদের আটক করা হয়েছে। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
উল্লেখ্য, উপজেলার লোগাং ইউনিয়নের ফাতেমা নগর বৌদ্ধ মন্দির থেকে বুধবার তিনটি মূতি বুদ্ধমূর্তি চুরি হয়ে যায়। বৃহস্পতিবার মোহাম্মদপুর এলাকায় একটি পুকুর পাড়ে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া তিনটি বুদ্ধমূর্তি উদ্ধার করা হয়।
———————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।