খাগড়াছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যৌথ খামার এলাকায় সেটলার মো. জাহাঙ্গীর আলম কর্তৃক নীল মোহন চাকমা, পিতা- শশী মোহন চাকমা নামে এক পাহাড়ির জমি বেদখল করে বাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
বেদখলকারী জাহাঙ্গীর আলমের বাড়ি পানছড়ি সাঁওতাল পাড়ায়। তার পিতার নাম বাদশা মিয়া।
জানা যায়, জাহাঙ্গীর আলম কয়েক বছর আগে যৌথ খামার এলাকায় একজনের কাছ থেকে বাগানসহ একটি টিলা ক্রয় করেন। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল ২০২১) তিনি ঐ ক্রয়কৃত জায়গার পাশ্ববর্তী নীল মোহন চাকমার জমি দখল করে জোরপূর্বকভাবে সেখানে বাঁধ নির্মাণ করেন।
এর আগে ২০১৯ সালে তিনি বাঁধ নির্মাণ করে জায়গাটি বেদখল করার চেষ্টা করলে জায়গার মালিক ইউএনও’র বরাবরে লিখিত অভিযোগ দিলে ইউএনও বাঁধটি ভেঙে ফেলার নির্দেশ দেন। ফলে সে সময় বাঁধটি ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা তাঁর ফেসবুকে ঘটনাটি তুলে ধরে বিষয়টি সুষ্ঠূ সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।