পানছড়ি : খাগাড়াছড়ির পানছড়ি উপজেলায় হ’লধর পাড়া নামক গ্রামে আজ ১২ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৪টার দিকে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে সেনাবাহিনী। এলাকাবাসীর অভিযোগ সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনী (জারগো দল)-এর সদস্য পানছড়ির সুপারি বাগান গ্রামের জ্ঞান বিকাশ (২৭) ও হ’লধর পাড়ার পিন্টু চাকমা সামরিক ড্রেস পড়ে সেনাবাহিনীকে সাথে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী সিএইচটিনিউজ ডটকমকে বলেন, তখন ভোর হয়নি। ঘুমের মধ্যে হঠাৎ ব্রাশ ফায়ারের শব্দ শুনতে পাই। আতঙ্কিত হয়ে পড়ি। শিশুরা ভয়ে কাঁদছিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ভোরের অপেক্ষায় ছিলাম। যখন ভোর হয় তখন দেখি সেনাবাহিনী এসেছে, একটি জঙ্গলাকীর্ণ টিলার দিকে তাক করে উদ্দেশ্যহীনভাবে ব্রাশ ফায়ার করেছে। এসময় নব্য মুখোশ বাহিনীর সদস্য জ্ঞান বিকাশ চাকমা ও পিন্টু চাকমাকে চিনে ফেলি।
তাঁরা আরো বলেন, সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে গ্রামের যে কেউ ক্ষতি হতে পারতো। ভাগ্যিস কারো গায়ে লাগেনি। সেনাবাহিনীর এ ধরণের কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন যে রূপই ধারণ করুক না কেন নব্য মুখোশ বাহিনী (জারগো দল)-কে জনগণ চিনে ফেলেছে। তাঁরা যে সেনাবাহিনীর বিশ্বস্ত বন্ধু এবং জনগণের শত্রু তা উক্ত ঘটনার মাধ্যমে সবার সামনে পরিস্কার হয়েছে। পানছড়িবাসী অতীতে সেনাআশ্রিত গুককুরুক(গপ্রক) বাহিনী ও মুখোশ বাহিনীর জ্বালাতন ভোগ করেছে এবং তাঁদেরকে শায়েস্তাও করেছে। নব্য মুখোশ বাহিনীর সদস্যরাও পার পাবে না। জনগণই তাঁদের প্রতিরোধ করবে।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।