
পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক দুই ইউপিডিএফ সদস্য ও এক নিরীহ গ্রামবাসীকে গ্রেফতার ও অপর এক গ্রামবাসীকে মারধর করার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৫ মার্চ ২০২২) ভোররাতের সময় এ ঘটনা ঘটে।
গ্রেফতারতদের মধ্যে ইউপিডিএফ’র দুই সদস্য হলেন- সুসময় চাকমা (৫৫), পিতা- হরেন্দ্র চাকমা, গ্রাম: নবীন চন্দ্র পাড়া, ৪নং ওয়ার্ড, লতিবান ইউনিয়ন, পানছড়ি ও প্রদীপ ময় চাকমা (৪৫), পিতা- হিরণময় চাকমা, গ্রাম- জাদুঘানালা, মহালছড়ি।
আর গ্রেফতারকৃত সাধারণ গ্রামবাসীর নাম বৃষ কান্তি চাকমা (৩৫), পিতা-শান্তি রন্জন চাকমা, গ্রাম- রাজমোহন পাড়া, ৬নং ওর্য়াড, চেঙ্গী ইউনিয়ন, পানছড়ি।
সেনা সদস্যদের দ্বারা মারধরের শিকার হওয়া ব্যক্তির নাম বিমল কান্তি চাকমা, পিতা- কিনা মোহন চাকমা, গ্রাম করুণা মোহন পাড়া (তারাবন)।
জানা যায়, আজ ভোররাত সাড়ে ৩টার সময় খাগড়াছড়ি সেনা ব্রিগেড ও পানছড়ি সাবজোন থেকে একদল সেনা সদস্য ৩/৪ জন মুখোশ দুর্বৃত্তকে সাথে নিয়ে চেঙ্গী ইউনিয়নের তারাবন করুণা মোহন পাড়ায় হানা দেয়। এ সময় ইউপিডিএফ’র উক্ত দুই সদস্য ওই গ্রামের বাসিন্দা বিমল কান্তি চাকমার বাড়িতে ঘুমাচ্ছিলেন। সেনারা বাড়িটি ঘেরাও করে ইউপিডিএফের দুই সদস্যকে ঘুমন্ত অবস্থা থেকে তুলে বাড়ির ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করে বেদম মারধর করে্ ও গায়ে পানি ঢেলে দেয়। এ সময় সেনারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণও করে। এতে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
বাড়ির মালিক বিমল কান্তি চাকমাকেও সেনারাা মারধর করে। অবশ্য তাকে ছেড়ে দিয়ে যায়।
সেনারা করুণা মোহন পাড়ার পার্শ্ববর্তী গ্রাম রাজমোহন পাড়ার বাসিন্দা বৃষ কান্তি চাকমা নামে এক গ্রামবাসীকেও গ্রেফতার করে বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় (সকাল ৯:৪০টা) সেনারা গ্রেফতারকৃত তিন জনকে ক্যাম্পে নিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন