পানছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার পানছড়িতে গত ২৯ নভেম্বর ২০১০ সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তিমারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম সঞ্জীব ত্রিপুরা(২৫) পিতা : অজ্ঞাত, গ্রাম- মরাটিলা।
সূত্র জানায়, ঘটনার দিন সকাল ১০টায় সময় পানছড়ি সেনা জোন থেকে একদল সেনা জওয়ান পানছড়ির মরাটিলা গ্রামে যায়।এ সময় জমি থেকে ধান আনতে যাওয়ার পথে সজীবত্রিপুরাকে নাগাল পেয়ে সেনারা তার কাছ থেকেসন্ত্রাসী দেখেছো কিনা জিজ্ঞাসা করে।সঞ্জীব ত্রিপুরা দেখিনি বলে উত্তর দিলে সেনারা তাকে লাঠি দিয়ে মারধর করে। এরপর সেনারা কোন কিছু না পেয়ে জোনে ফিরে যায়।