পানছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির পানছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি থানা শাখার ২য় কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
‘সমাজ ও জাতি রায় নারীরা সংগঠিত হোন‘ এই শ্লোগানকে সামনে রেখে আজ ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় পানছড়ি ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নাগরী চাকমা। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক চন্দ্রদেব চাকমা এবং ইউপি মেম্বার সোহেলী চাকমা, বাসনা চাকমা ও অপরাজিতা খীসা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ, নির্যাতন, হত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজে সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে। তাই নারীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে যুক্ত হতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমানে ছাত্র, যুব ও নারী সমাজ মোবাইল ফোন অপব্যবহারসহ বিভিন্নভাবে খারাপ পথে ধাবিত হচ্ছে। ফলে সমাজের নীতি নৈতিকতা ভেঙে পড়ছে। তাই সমাজ ও জাতীয় অস্তিত্ব রক্ষার্থে নারীদের এগিয়ে আসতে হবে। সামাজিক অবক্ষয় রোধে নারীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
বেলা ২টায় কাউন্সিলের ২য় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ইউপিডিএফ‘র খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নিরূপা চাকমা উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশন শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে অপরাজিতা খীসাকে সভাপতি, মনিকা চাকমাকে সাধারণ সম্পাদক এবং সোহেলী চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি নিরূপা চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।