পানছড়ি ।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ধুধুকছড়া ও তারাবন (গীর্জা) বাজারে আবারো মালামাল বেচা-কেনায় বিজিবি বাধা প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ বুধবার (১১ নভেম্বর ২০২০) ধুধুকছড়া ও তারাবন বাজারে সাপ্তাহিক হাট বসায় স্থানীয় পাহাড়িরা। সকাল থেকে নিজেদের উৎপাদিত বিভিন্ন সবজি-কাঁচামাল নিয়ে স্থানীয়রা বাজারে উপস্থিত হয় কেনা-বেচার উদ্দেশ্যে। কিন্তু একদল বিজিবি সদস্য এসে মালামাল বেচা-কেনায় বাধা দেয় এবং বাজারে আসা লোকজনকে বাড়ি চলে যেতে বাধ্য করে।
এর আগে একইভাবে গত ২৬ আগস্ট তারাবন (গীর্জা) ও ২৯ আগস্ট বাউরো পাড়ায় করোনাকালে স্থানীয়দের বসানো অস্থায়ী বাজারে বিজিবি সদস্যরা বাধা প্রদান ও দোকানপাট ভাংচুর চালিয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।