পানছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
সিএইচটিনিউজ.কম

পাহাড়ি ছাত্র পরিষদের দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান শুরুতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনন্দন পত্র করেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি কলেজ শাখার সদস্য অংক্যচিং মারমা। এর আগে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যত। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও জাতির যোগ্য উত্তরসূরী হিসেবে ছাত্রদের গড়ে উঠতে হবে। পড়াশুনার পাশাপাশি সমাজ বিনির্মাণের কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন অব্যাহত রয়েছে। শাসকগোষ্ঠি বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতন চালিয়ে আমাদের জাতীয় অস্তিত্ব ধ্বংস করে দিতে চাচ্ছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাসের মধ্য দিয়ে সরকার পাহাড়ি জাতিগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
বক্তারা সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।