পানছড়ি : খাগড়াছড়ি পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নের হাতিমারা রবিকৃঞ্চ কার্বারী পাড়ায় সেনাবাহিনী কর্তৃক সোনায়ে চাকমা নামে, পিতা- কৃষ্ণলাল চাকমা নামে এক ব্যক্তিকে শারীরিক নির্যাতনের খবর পাওয়া গেছে।
জানা যায়, শুক্রবার (২ নভেম্বর ২০১৮) দিবাগত রাত আনুমানিক ২টার সময় পানছড়ি সাব জোন থেকে ২টি পিকআপে করে একদল সেনা সদস্য ধুধুকছড়ার রবিকৃষ্ণ কার্বারী পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা রাতের আঁধারে সন্ত্রাসী খোঁজার নামে সোনায়ে চাকমার বাড়ির ভেতর প্রবেশ করে বাড়ির লোকজনকে ঘুম তুলে তল্লাশি চালায় এবং বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। সেনাদের সাথে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় ২ ব্যক্তিও ছিল।
এ সময় সেনারা ‘সন্ত্রাসীরা কোথায় আছে বলো’ বলে তাকে শারীরিক নির্যাতন করে। পরে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
সম্প্রতি বিভিন্ন এলাকায় সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে ধর-পাকড়, বাড়ি তল্লাশিসহ নানা ধরনের হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারন মানুষও এখন নিরাপদে নিজ বাড়িতে ঘুমাতে ও স্বাধীনভাবে চলাফেরা করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।