জাতিসত্তাসমূহের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিধান কর্মসূচিতে ব্যাপক সাড়া

পার্বত্যবাসীকে ধন্যবাদ জানিয়েছে ৫ নারী সংগঠন

0
10

খাগড়াছড়ি: ৫ নারী সংগঠন কতৃক ঘোষিত জাতিসত্তাসমূহের স্ব স্ব জাতীয় পোশাক পরিধান কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামে নারী পুরুষদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘরে বাইরে সকল স্থানে,  স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ জাতিসত্তার পোশাক পরিধান করে উপস্থিত হতে দেখা গেছে।17857322_421692174860909_532302015_n

ঘোষিত কর্মসূচি সফল করার জন্য ৫ নারী সংগঠন থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের নারী সমাজসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।DSC_3403

৫ নারী সংগঠনের পক্ষ থেকে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও নারী আত্মরক্ষা কমিটির সভাপতি এন্টি চাকমা আজ সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই ধনব্যাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করনে।17841916_421693304860796_596721383_n

৫ নারী সংগঠনের আহ্বানে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার বিভিন্ন অফিস, আদালত, স্কুল-কলেজ, ও হাটবাজারে পেশাজীবি-গৃহিনী-শিক্ষিকাসহ প্রায় সকলেই নিজ নিজ জাতিসত্তার পোশাক পরিধান করে কর্মসূচিতে অংশ নিয়েছে।DSC_3444

উল্লেখ্য, গত ৩০ মার্চ, ২০১৭(বৃহস্পতিবার) খাগড়াছড়িতে ইউপিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে ৫ নারী সংগঠন (হিল উইমেন্স ফেডারেশন, নারী আত্মরক্ষা কমিটি, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি) ০৯ এপ্রিল, ২০১৭ রবিবার স্ব স্ব জাতিসত্তার ঐতিহ্যবাহী পোশাক পরিধানের জন্য তিন পার্বত্য জেলার সকল সচেতন জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল।17857171_421693498194110_131016939_n

পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাসমূহের জনগণের মধ্যে নিজ নিজ জাতির ঐতিহ্য সংস্কৃতির প্রতি যেন সচেতনতা সৃষ্টি হয় এবং নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ভাষা হিসেবে ৫ নারী সংগঠন এই কর্মসূচি ঘোষনা করে।

__________

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.