খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম কার্বারী এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি রণিক ত্রিপুরা আজ ৫ এপ্রিল এক বিবৃতিতে খাগড়াছড়ির ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্তৃক গৃহীত আসন্ন বৈসাবি উৎসবের সকল আনুষ্ঠানিকতা বর্জনের সিদ্ধান্তের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, সাজেক ও খাগড়াছড়িতে পাহাড়িদের ওপর হামলার পর বিরাজমান আতঙ্কজনক ও অস্থির পরিস্থিতিতে আনন্দোৎসব করার মতো মন মানসিকতা পার্বত্যবাসীর নেই।
বিবৃতিতে তিনি বলেন, বৈসাবির চেতনা হলো ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব। যেখানে সাজেক ও খাগড়াছড়িতে হামলায় ক্ষতিগ্রস্ত শত শত পাহাড়ি পরিবার উৎসব থেকে বঞ্চিত হবে, সেখানে তাদের বাদ দিয়ে আনন্দ ফুর্তিতে মাতোয়ারা হওয়ার অর্থ হলো বৈসাবির চেতনার বিপক্ষে যাওয়া।
তিনি বলেন, কার্বারী এসোসিয়েশন ক্ষতিগ্রস্তদেরদ প্রতি সংহতি জানিয়ে বৈসাবির আনন্দ উৎসবের সকল আনুষ্ঠানিকতা ও আনন্দানুষ্ঠান থেকে বিরত থাকবে।