পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনা অভিযান হতে পারে

স্টাফ রিপোর্টার, সিএইচটি নিউজ
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
গুইমারায় মারমা অধ্যুষিত রামসু বাজারে সেনা-সেটলার হামলার পর গড়ে ওঠা প্রতিবাদ-বিক্ষোভ থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এবং বিশেষত ইউপিডিএফের সাংগঠনিক এলাকায় সামরিক অভিযান জোরদার করবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ইতিমধ্যে সাজেক ও লক্ষীছড়িতে ঘরবাড়িতে তল্লাশীর খবর পাওয়া গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
খাগড়াছড়ি ও গুইমারায় হামলা, খুন, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সাথে জড়িত উগ্র সেটলার ও সেনা সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় না এনে পাহাড়িদের গ্রামে সেনা অভিযান ও বাড়িঘরে তল্লাশীর নামে হয়রানি সেনাবাহিনীর পক্ষপাত ভূমিকাকে আবারও স্পষ্ট করবে ও তা নতুন করে সমালোচনার জন্ম দেবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অন্যায় অত্যাচার বিনা প্রতিবাদে ছেড়ে না দিতে তারা জনগণকে পরামর্শ দিয়েছেন।
তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। শক্তি ও ক্ষমতা আছে বলেই সেনাবাহিনী কারো উপর জুলুম, অবিচার করতে পারে না।
ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সেনারা তাদের চোখের সামনে পাহাড়িদের বাড়িঘরে হামলা কারা করেছে তা দেখেনি? তাদেরকে কেন তারা গ্রেফতার করছে না? সেটলারদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর কেন এত পক্ষাপাতিত্ব? যে সাধারণ পাহাড়িরা হামলার শিকার হয়েছে বরং উল্টো তাদেরকে সেনাবাহিনী হয়রানি করছে। এ ধরনের অন্যায় কখনো মেনে নেয়া উচিত নয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।